সূরা আলে ইমরানের ১৩৭ ও ১৩৮ নম্বর আয়াত

 সূরা আলে ইমরানের ১৩৭ ও ১৩৮ নম্বর আয়াত

সূরা আলে ইমরানের ১৩৭  ১৩৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُروا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ (137) هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ (138)

"হে মুসলমানরা, তোমাদের আগেও মানবজাতিকে বহু বিধান দেয়া হয়েছিল। অতএব, পৃথিবীতে বিচরণ কর, লক্ষ্য কর মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কী হয়েছে?" (:১৩৭)

"এটা মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা আর কেবল পরহেজগারদের জন্য পথপ্রদর্শক উপদেশ।"(:১৩৮)

মানুষকে পথনির্দেশনা শিক্ষা দেয়ার জন্য অতীতের ইতিহাস তুলে ধরা কোরআনের অন্যতম রীতি। বিশ্ব শুধু বর্তমান সময়ের মধ্যেই সীমিত নয়। আমাদের আগেও পৃথিবীতে অনেক মানুষ এসেছে এবং তারা বিদায়ও নিয়েছে। তাদের ইতিহাস পরিণতি আজকের যুগের মানুষের জন্যে সবচেয়ে বড় শিক্ষা। কারণ, পৃথিবী খোদার রীতি স্থায়ী বিধান অনুযায়ী পরিচালিত হয়। মানব জাতির ইতিহাস জানা ছাড়া খোদার এইসব বিধান জানা সম্ভব নয়। তাই কোরআন আমাদেরকে দেশ ভ্রমণের উপদেশ দিচ্ছে যাতে আমরা অতীতের সৎ পাপী মানুষের পরিণতি উপলব্ধি করি এবং সঠিক পথ বেছে নিয়ে অন্যদের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করি।

এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো,

প্রথমত : ইসলাম অতীত সভ্যতার নিদর্শন ঐতিহাসিক স্থান পরিদর্শনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে শুধু ভ্রমণ নয়, ভ্রমণের পাশাপাশি চিন্তা ভাবনারও আহবান জানিয়েছে।

দ্বিতীয়ত : উত্থান পতনের তথা সম্মান অবমাননার চালিকাশক্তি সব যুগে একই ছিল। ঐসব চালিকাশক্তি বা কারণ জানা বর্তমান সময়ের জন্যেও জরুরী।

তৃতীয়ত : যদিও কোরআন সবার হেদায়াত বা পথ প্রদর্শনের জন্যে অবতীর্ণ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শুধু পবিত্র হৃদয়ের অধিকারী ব্যক্তিরাই থেকে শিক্ষা নেয়।

সূরা আলে ইমরানের ১৩৭ ও ১৩৮ নম্বর আয়াত
#islamicknoledage24


Post a Comment

0 Comments